অধ্যাপক যতীন সরকার এঁর ৮৫ তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণা জেলার সাবেক ছাত্রনেতা, টিম নৌকার প্রধান সমন্বয়ক ও নেত্রকোণা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান এ.কে.এম আজহারুল ইসলাম অরুন।
যতীন সরকারের জন্ম ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট (বাংলা ১৩৪৩ সনের ২ ভাদ্র) ময়মনসিংহের নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় আশুজিয়া ইউনিয়নে চান্দপাড়া গ্রামে জন্মগ্রহণ। বাংলাদেশের একজন প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক,বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, সমালোচক, গবেষক, রাজনীতিবিদ, মার্কসবাদী দার্শনিক ও শিক্ষাবিদ। আজীবন তিনি ময়মনসিংহে থেকেছেন এবং প্রধানত নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।তাঁর রচিত গ্রন্থসমূহ তাঁর গভীর মননশীলতা ও মুক্তচিন্তার স্বাক্ষর বহন করে। ১৯৬০-এর দশক থেকে তিনি ময়মনসিংহ শহরের সকল বামপন্থী সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি অসাধারণ বাগ্মীতার জন্য জনপ্রিয়তা অর্জন করেন। ২০১০ খ্রিস্টাব্দে তাঁকে স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়।তিনি উদীচী'র কেদ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি নেত্রকোণার সাতপাই এলাকায় বাস করেন। আমারা নেত্রকোণা জেলা ছাত্র ও যুবসমাজের পক্ষ থেকে তাঁর রোগমুক্ত ও কর্মময় দীর্ঘ জীবন কামনা করি।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]