অনিয়ম দুর্নীতির অভিযোগে কেন্দুুয়ার পোস্টমাস্টার বরখাস্ত

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪

মজিবুর রহমান:
নেত্রকোণার কেন্দুুয়া উপজেলা পোস্টমাস্টার শাহেদুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও তদন্ত টিমের সাথে অসাধাচরনের দায়ে গত ৭জুলাই কেন্দ্রীয় সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মো. ফরিদ আহমেদের স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশ জারির পর সোমবার (৮ জুলাই) পোস্টমাস্টার শাহেদুন্নাহারকে কেন্দুুয়া উপজেলা ডাকঘরের দ্বায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন আরেকজনকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

সুত্রে জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া শাহেদুন্নাহার বছরখানেক পূর্বে কেন্দুুয়া উপজেলা ডাকঘরে পোস্টমাস্টার হিসেবে যোগদান করেন। এরআগে তিনি নেত্রকোণা জেলা ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। উভয় স্থানে দ্বায়িত্ব পালনকালে গ্রাহকের সঞ্চয়পত্রের কূপন জালিয়াতির মাধ্যমে সরকারী অর্থ আত্মসাৎ করেন। এবং সংশ্লিষ্ট প্রমাণাদি ও সরকারি ডকুমেন্টস ঔদ্ধত্যপূর্ণভাবে ছিঁড়ে ফেলেন। বিষয়টি জানাজানি হলে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি সাথেও অসাদাচারণ করেন ওই নারী পোস্টমাস্টার।

পোস্টমাস্টার শাহেদুন্নাহারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে নতুন দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দুুয়া উপজেলা মধুভূষন সরকার বলেন, ৭ জুলাই সাময়িক বরখাস্তের আদেশের পত্র জারি হলে ৮ জুলাইয়ে তাকে অব্যাহতি দিয়ে তার স্থলে আমাকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।