অপরাধ নিয়ন্ত্রণে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে -রেঞ্জ ডিআইজি

নেত্রকোণায় সাইবার মনিটরিং ও ক্রাইম এন্ড অপস মনিটরিং সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও শনাক্তকরণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে।পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৩ নভেম্বর) নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে অনলাইনে সংঘটিত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণসহ অপরাধীদের দ্রুত শনাক্ত পূর্বক সহজেই আইনের আওতায় আনার জন্য আনুষ্ঠানিকভাবে “সাইবার মনিটরিং সেন্টার” ও “ক্রাইম এন্ড অপস মনিটরিং সেন্টার” শুভ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

নেত্রকোণায় সাইবার মনিটরিং ও ক্রাইম এন্ড অপস মনিটরিং সেন্টার উদ্বোধন করছেন ডিআইজি

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) নেত্রকোণায় আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোণা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। পরে নেত্রকোণা জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় তিনি নেত্রকোণা পুলিশ লাইন্সে বৃক্ষ রোপন করেন।

ডিআইজির বৃক্ষ রোপণ

পরে পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার ও ফোর্সের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

পরবর্তীতে নেত্রকোণা পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমাট্যান্ট জান্নাত আফরোজ। এসময় ডিআইজি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ হারুন অর র‌শিদ, মোঃ সাহেব আলী পাঠান (অপরাধ), মোঃ লুৎফর রহমান (‌ডিএস‌বি), শাহ শিবলী সাদিক (সদর সা‌র্কেল) সহ ‌জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।