অপহরণের ২৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার
বিশেষ প্রতিনিধিঃ
অপহরণের ২৩ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশের বিশেষায়িত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায় পিবিআই।
সোমবার তাকে নেত্রকোণা পৌর সভার রাজুর বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই ছাত্রী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পাঁচটি পরীক্ষায় অংশ নেওয়ার পর অপহৃত হন বলে জানায় পিবিআই।
গত ২৫ ফেব্রুয়ারী অপহরণ হওয়ার পর ছাত্রীটির বাবা গত ৪ মার্চ নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩ জনকে আসামি করে পিটিশন মামলা করেন। ট্রাইব্যুনাল মামলাটি তদন্তের ভার দেন পিবিআইকে।
নেত্রকোণা পিবিআইয়ের উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, গত ২৫ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে নেত্রকোনার কলমাকান্দার ফুলবাড়ি গ্র্রামের বাড়ি থেকে ওই ছাত্রীকে কয়েক ব্যক্তি মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। পরে ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত থেকে মামলাটির তদন্তভার পাওয়ার পর তথ্য প্রযুক্তি ও নানা সোর্স ব্যবহার করে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়।
পরে সোমবার নেত্রকোনা পৌর সভার রাজুর বাজার এলাকায় রাস্তায় ওই ছাত্রীকে পাওয়া যায়। অপহৃত ছাত্রীটিকে উদ্ধারের পর ধর্ষণ সংক্রান্ত পরীক্ষার জন্যে হাসপাতালে ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা জবানবন্দী প্রদানের জন্যে আদালতে পাঠানো হয়। সোমবার সন্ধ্যার দিকে জবানবন্ধী দেওয়ার পর আদালতের বিচারক ওই স্কুলছাত্রীকে তারা বাবার জিম্মায় দেন।