অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা, প্রতিবাদে নেত্রকোণা জেলা মহিলা পরিষদের মানববন্ধন
শরিফা শহিদ বর্ষাঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনা দেওয়া সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দৃষ্ঠান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে জেলা মহিলা পরিষদ ঘন্টাব্যাপী এ কর্মসূচি আয়োজন করে।
বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উষা রাণী, আন্দোলন সম্পাদিকা সৈয়দা শামছুন্নাহার বিউটি প্রমুখ।
তাহেজা বেগম বলেন, যৌন নিপীড়ন মুক্ত শিক্ষাঙ্গণ গড়ে তুলতে হবে। নারীর প্রতি অবমাননাকর আচরণ বন্ধ করতে হবে। অবান্তিকাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে রায়হান সিদ্দিকি আম্মান, প্রক্টর দ্বীন ইসলাম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা উষা রাণী ক্ষোভের সাথে বলেন, প্রতিনিয়ত নারী নির্যাতন ঘটছে আর আমরা রাস্তায় নামছি। কিন্তু অপরাধীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরণের ঘটনা বেড়েই চলেছে। এখন তা থামাতে হবে।