অবরোধের শেষ দিনে নেত্রকোণায় বিক্ষোভ, টায়ারে আগুন

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি জামায়েত এর ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি উপলক্ষে কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান এর নেতৃত্বে নেত্রকোনার কেন্দুয়ায় মিছিল ও সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

সোমবার সকাল ৯টায় কেন্দুয়া-আটপাড়া সড়কের গোপালপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে ট্রায়ারে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান সহ অন্য নেতাকর্মীরা। বক্তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুশিয়ারী দেন।