অ্যাডভান্সড মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
রাজেশ গৌড়ঃ
নেত্রকোণার দুর্গাপুরে অ্যাডভান্সড মডেল স্কুলের ২০২৩ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৌর শহরের বাগিচাপাড়ায় অবস্থিত বিদ্যালয়টির মাঠে এ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ হয়।
ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এ কে এম ইয়াহিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক আল আমিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. শামীম আল আজাদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারন সম্পাদক রাজেশ গৌড়, সাংবাদিক ওয়ালী হাসান কলি, সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ ।
বিদ্যালয়ের সার্বিক বিষয় ও শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অ্যাডভান্সড মডেল স্কুলের পরিচালক মো. হাফিজ উদ্দিন ও প্রধান শিক্ষক সাইফুল হক শামীম।
আলোচনা শেষে ১ম ২য় ৩য় স্থান উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।