আইডিইবি’তে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

নেত্রকোনা প্রতিনিধিঃ
সম্প্রতি রাজধানী ঢাকায় বিএনপির ডাকা মহাসমাবেশের কর্মসূচিতে একটি সন্ত্রাসী গোষ্টির সংর্ঘষ চলাকালে কতিপয় দুস্কৃতিকারী ও সন্ত্রাসী,রাজনৈতিক কর্মসূচীর নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে ও জোর পূর্বক ঢাকাস্থ কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রবেশদ্বার ভেঙ্গে গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগসহ দরজা, জানলা ও আশবাবপত্র ভাঙ্গচুর চালানোর প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় শহরের রেলক্রসিংস্থ নেত্রকোনা সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনের সড়কে আইডিইবি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, আইডিইবি নেতা, শরীফুজ্জামান খান, মো. সোহাগ ফকির, হারুন অর রশিদ, নূরুল ইসলাম প্রমুখ।

বক্তারা দেশের বৃহত্তম পেশাজীবি অরাজনৈতিক সংঘঠনের কার্যালয়ে আন্দোলনের নামে এমন হিংসাত্বক ও ন্যাক্কারজনক হামলা ও কার্যকলাপের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংঘঠনের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান বলেন, এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই কারন এদেশের উন্নয়নে আইডিইবির যথেষ্ট ভূমিকা রয়েছে, রাজনৈতিক কর্মসূচির নামে এই হামলা কোনো ভাবেই কাম্য নয় বলে দাবী করেন তিনি।