আওয়ামীলীগ আর বিএনপির আদর্শ এক, তারা ক্ষমতা লোভী- মুজিবুল হক চুন্নু
মজিবুর রহমান :
জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামীলীগ আর বিএনপির আদর্শ এক তারা ক্ষমতা লোভী। দুর্নীতি,ব্যাংক লোট, দলীয়করণ আর ব্যবসা বাণিজ্যে এই দুইদলের মধ্যে খুব মিল রয়েছে।বিএনপি ক্ষমতাকালে চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আর আওয়ামীলীগের কথা কি আর বলবো।
শনিবার (৯ সেপ্টেম্বর) কেন্দুুয়া উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির একদফা দাবী, হাসিনার পদত্যাগ চায়। কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন চায়। এখন প্রশ্ন হলো নির্বাচনটা কার জন্যে। জনগণের কি অবস্থা আছে!দ্রব্যমূল্যের এত বেশি মানুষ কিনে খেতে পারছে না। গ্রামের মানুষ ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টাও বিদ্যুৎ পায় না। করোনাকালে বহু কলখারখানা বন্ধ হওয়ায় লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে।
আওয়ামীলীগ- বিএনপি বলে না, এইদেশে সবচেয়ে বড় সমস্যা বেকার সমস্যা। দেশে প্রায় ৫ কোটি মানুষ বেকার রয়েছে। ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা নিয়ে বসে আছে, কোন কর্ম নাই।
তিনি আরো বলেন, দুঃখ হয়। ৯০ সালে আওয়ামীলীগ, বিএনপি ও বামদলগুলো জোট হয়েছিল। তারা বলেছিল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেব যদি পদত্যাগ করলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বিগত ৩২ বছরে যে কয়েকটি নির্বাচন হয়েছে একটি নির্বাচনও সুষ্ঠু হয়েছে আওয়ামীলীগ-বিএনপি বলে না। এখন পর্যন্ত কোন পদ্ধতি নির্বাচন হবে তা আওয়ামীলীগ-বিএনপি ঐক্যমত হতে পারে না।
আওয়ামীলীগ বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে আর বিএনপি বলছে সংবিধান মানি না কেয়ারটেকার অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে কেয়ারটেকার সরকারের বিরোধিতা করে বলেছিলেন নিরপেক্ষ বলতে শিশু আর পাগল। পরে আন্দোলনের মূখে কেয়ারটেকার সরকার দিতে বাধ্য হয়। ক্ষমতায় যে যায় সে বলে নির্বাচন সুষ্ঠু আর যে যেতে পারে না তারা বলে সুষ্ঠু হচ্ছে না। নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করতে হবে। শুধু মার্কা থাকবে প্রার্থী থাকবে না। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল তত পার্সেন্ট এমপি হবে। এই ধরণের নির্বাচন পৃথিবীর অনেক দেশে চালু আছে।
আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩শ আসনেই প্রার্থী দেবেন আর নেত্রকোণা-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন ভূঁইয়ার নাম ঘোষণা দিলে নেতাকর্মী হাত তালি দিয়ে স্বাগত জানান।
দ্বিতীয় অধিবেশনে কেন্দুুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদে আব্দুল আওয়াল মন্ডল ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেনকে পুঃরায় নির্বাচিত করা হয়। এসময় সহসভাপতি হিসেবে হাফিজুর রহমান হাবিবের নামও ঘোষণা করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আওয়াল মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ফখরুল ইমাম এমপি, এডভোকেট লিয়াকত আলী খান,জসিম উদ্দিন ভূঁইয়া প্রমূখ।