আগামীকাল জেলা বিএনপির উদ্যোগে নেত্রকোণায় বিশাল সমাবেশ
নেজা ডেস্ক রিপোর্টঃ
আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) নেত্রকোণা কালেক্টর মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলা সহ ভিন্ন জনদাবিতে এক বিশাল সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেত্রকোণা জেলা শাখা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি থেকে উত্তরণসহ অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করবেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।