আজ নেত্রকোণা ট্রাজেডি দিবস : ৩ মিনিট স্তব্ধ থাকবে শহর

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
আজ শুক্রবার ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি.। নেত্রকোণা ট্রাজেডি দিবস। নেত্রকোণায় বোমা হামলার ১৭ তম বছর। ২০০৫ সনের এই দিনে নেত্রকোণা শহরের অজহর রোডস্থ উদীচীর অফিসের সামনে জেএমবির আত্মঘাতি বোমা হামলায় হামলাকারিসহ ৮জন নিহত হন।

এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টা ৪০মিনিট থেকে ১০টা ৪৩মিনিট পর্যন্ত তিন মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোণা। এ সময় শহরের রাস্তায় চলবে না কোন যানবাহন, হাঁটবে না কোন পথচারি। সকাল ১০টা ৪০ বাজার সাথে সাথেই সকলেই নিজ নিজ কাজ ফেলে রেখে রাস্তায় নেমে আসবে। শ্রদ্ধা জানাবে ৮ ডিসেম্বর বোমা হামলায় নিহতদের প্রতি। পাশাপাশি ঘৃণা জানাবে ধর্মান্ধ দেশদ্রোহি জঙ্গিগোষ্ঠীকে।

২০০৫ সালে আজকের এই দিনে সকাল বেলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোণা জেলা সংসদ কার্যালয়ের সামনে জঙ্গীরা একটি বোমা ফেলে রাখে। এই বোমা দেখতে উদীচীর কর্মকর্তাসহ সুধিজন এবং তৎকালিন পুলিশ সুপারসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থলে পৌছার মুহুর্তে জেএমবির এক আত্মঘাতী বোমা হামলাকারি বাই সাইকেলে এসে আর একটি বোমা ফাটায়। সাথে সাথে প্রাণ হারান নেত্রকোণা উদীচীর সাবেক সহ-সাধারণ সম্পাদক সঙ্গীত শিল্পী খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলি, মোটর সাইকেল মেকানিকস যাদব দাস, পুলিশ কর্মকর্তার স্ত্রী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, শ্রমিক রইছ মিয়া, ভিক্ষুক জয়নাল ও আত্মঘাতী বোমা হামলাকারি আল বাকি মো. কাফিসহ আট জন। আহত হন উদীচীর সাবেক সভাপতি সানাওয়ার হোসেন ভুইয়াসহ অর্ধশতাধিক লোক।

ট্র্যাজিডি দিবস উপলক্ষে কমিটির সভাপতি আলী আসকার খান সিন্টু এবং সদস্য সচিব অসিত ঘোষ জানান, দিনটি পালন উপলক্ষে নেত্রকোণার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল নয়টায় কাল পতাকা উত্তলন ও কালো ব্যাজ ধারণ, সাড়ে নয়টায় উদীচী ট্রাজেডি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ৪০মিনিট থেকে ১০টা ৪৩ মিনিট পর্যন্ত ৩ মিনিট স্তব্ধ নেত্রকোণা (রাস্তায় দাঁড়িয়ে সর্বস্তরের মানুষের নীরবতা পালন করবে।