আজ বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুর রহমান খান এঁর ৩১তম মৃত্যুবার্ষিকী
বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোণা পৌর এলাকার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাবেক শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুর রহমান খান এর ৩১ তম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ১৯৯২ সালের ৮ অক্টোবর মৃত্যু বরণ করেন। এ উপলক্ষে তাঁর পরিবার ও আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
তিনি একজন শিক্ষানুরাগী ছিলেন। তিনি কর্মজীবনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি বিভিন্ন সময় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় ছিলেন উদার। নেত্রকোণা সদর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবেও নির্বাচিত হয়েছিলেন তিনি।
মরহুমের পরিবার ও আব্দুর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে মরহুমের সকল শুভানুধ্যায়ীদের প্রতি মরহুমের আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।