আজ মরহুম শহীদ সুফি সেকান্দর নুরী’র ৫২ তম শাহাদত বার্ষিকী

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় মরহুম শাহ সূফী সেকান্দর নূরী সাহেবের ৫ই জানুয়ারি ২০২৪ ৫২তম শাহাদত বার্ষিকী।

এ উপলক্ষে পারিপারিক ভাবে মরহুমের উত্তরসূরী একমাত্র পুত্র সন্তান গোলাম এইচ এম এমদাদ নুরী প্রতি বছরের ন্যায় নিজ গ্রামে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।

১ম পর্বে কোরআন তেলওয়াত বাদ এশা পর্যন্ত নবী রাসুল অলি আউলিয়াগনের জীবন বৃন্তান্ত ধর্মীয় আলোচনা। ২য় পর্বে এশার নামাজ বাদ মিলাদ মাহফিল মহান আল্লাহর দরবারে মার্জনা ও করুনার আশায় প্রার্থনা ও তবারক বিতরন। ৩য় পর্বে বিভিন্ন জায়গা থেকে আগত মেহমান শিক্ষার্থীগনের মুর্শীদি ও মারফতি গান পরিবেশন।এবং ৪র্থ পর্বে শেষ রাতে উপস্থিত সকলের খেদমতে হাজির থেকে তবারক বিতরন।

উপরোল্লিখিত কর্মসূচীতে সকলের উপস্থিতি একান্ত ভাবে কামনা করেছেন মরহুমের একমাত্র উত্তরসূরী পুত্র সন্তান এইচ এম এমদাদ নুরী।

এখানে উল্লেখ্য যে, মরহুম শহীদ সুফি সেকান্দর নুরী ছিলেন ৫২ ভাষা আন্দোলনের নেত্রকোনা জেলার একমাত্র কারাভোগকারী নেতা। তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে মহেষখলা ক্যম্পের বীরমুক্তিযোদ্ধা রিক্রটিং ইন্চার্জ ও শরনার্থী ক্যাম্পের পরিচালক। একজন মুক্তিযুদ্ধের সংগঠক। যাঁর বীরমুক্তিযোদ্ধা মুক্তি নং ১১৬০৭০২৮০।

তিনি ছিলেন আটপাড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। তিনি ১৯৬৬ ইং সালে উপজেলার নিজ গ্রামে নিজ ভূমিতে বংগবন্ধুকে ভালবেসে বংগবন্ধু জুনিয়র হাইস্কুল প্রতিষ্ঠা করেছিলেন। যা পরবর্তীতে উচ্ছৃংখল ব্যাক্তিদের দাড়ায় শহীদ হলে স্কুলটির বিলুপ্ত ঘটে।

এখানে আরো উল্লেখ্য যে, ১৯৭২ সালের ৫ই জানুয়ারী একদল পথভ্রষ্ট,উচ্ছৃঙ্খল স্বার্থান্নেষী মহলের হাতে মরহুুম শহীদ সুফি সেকান্দর নুরী সাহেব উনার নিজ বাড়িতে গুলিতে শহীদ হন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অবুঝ দুই শিশু সন্তান কে রেখে যান।

মরহুুমের মৃত্যুতে অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী আজও তাঁকে অশ্রুুজলে স্বরন করেন। অপর দিকে সে দিনের পরিচিত সেই জল্লাদ খুনীদের আজও মানুষ ধিক্কার জানায়। কিন্তু আজও বেঁচে থাকা অনেক খুনিরাই বেপোরোয়া।