আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণা জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী জাকারিয়া শাহ্ নেওয়াজ লাবীব ও সাইফুর রহমান নির্জন বাংলাদেশ স্কাউটস-এর সর্বোচ্চ সম্মানজনক পদক প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (PS) ২০২৩ অর্জন করেছেন।
বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২৩ সালে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নির্বাচিত স্কাউটদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রতিবছর দেশব্যাপী স্কাউটদের স্কাউটিং কার্যক্রম, প্রশিক্ষণ, ক্যাম্পিং ও সমাজসেবামূলক কাজের মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়।
লাবীব ও নির্জন তাদের অসামান্য দক্ষতা, নেতৃত্বগুণ এবং স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন।
এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও নেত্রকোণা জেলা স্কাউটসের সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন বলেন, “লাবীব ও নির্জনের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তারা আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। ভবিষ্যতে আরও শিক্ষার্থী এই পুরস্কারের জন্য অনুপ্রাণিত হবে।”
উল্লেখ্য, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড হলো বাংলাদেশ স্কাউটস-এর সর্বোচ্চ সম্মাননা, যা স্কাউটদের কঠোর পরিশ্রম, নেতৃত্বের গুণাবলি ও মানবসেবার জন্য প্রদান করা হয়।
লাবীব ও নির্জনের এই অর্জন নেত্রকোনার স্কাউটিং ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং তাদের সাফল্য আগামী দিনে আরও শিক্ষার্থীদের স্কাউটিংয়ে অংশগ্রহণে উৎসাহিত করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।