আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণার জেলার অন্যতম বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ই এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ হাসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চঃ দাঃ) মোঃ আব্দুস ছাবুর (দিবা), নাজমা বেগম (প্রভাতী), বিদায় অনুষ্ঠান কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক গনেশ চন্দ্র সাহাসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় বিদায়ী শিক্ষার্থীদের শ্রদ্ধায় মানপত্র বিতরণ ও পাঠ করে শিক্ষার্থী তীর্থঙ্কর দাস গুপ্ত। পরে বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অভিব্যাক্তি প্রকাশ, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানান ও দোয়া কামনা করেন।
বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে প্রধান শিক্ষক বলেন, “আমাদের প্রিয় শিক্ষার্থীরা আজ বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছে, তবে এই বিদায় শুধু আনুষ্ঠানিকতা—তোমরা আমাদের হৃদয়ে সবসময় থাকবে। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই আমাদের চাওয়া। তোমরা আমাদের গর্ব, ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হও—এই কামনা করি।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।