নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ হাসিম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (চঃ দাঃ) মোঃ আব্দুস ছাবুর, একাডেমিক দায়িত্ব প্রাপ্ত (প্রভাতি) শেখ মোঃ আব্দুল মান্নান, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাইন উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক সেলিনা বিলকিস লীনা। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উভয় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক/শিক্ষিকা, সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ২০২৪ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় প্রভাতি ও দিবা শাখায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল ক্লাসে সেরা ৩জন ও নির্বাচনী পরীক্ষায় সেরা ৩জনকে এবং সংলগ্ন প্রাথমিক শাখার ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতি কলাসে সেরা ৩জনকে পুরস্কার দেওয়া হয়।
এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিভিন্ন আঙ্গীকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সেরাদের পুরস্কৃত করা হয়। পরে বিদ্যালয়ে মুক্ত মঞ্চে শিক্ষার্থীদের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত