ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় ২৬শে অক্টোবর বৃহস্পতিবার উপজেলার ব্রুুজের বাজার হতে দেওগাঁও রাস্তায় চলাচলকৃত অটো চালকরা বেশী ভাড়া আদায়,যাত্রীদের সাথে দুর্ব্যবহার,করার অভিযোগে মির্জাপুর, জয়নগর, গোবিন্দপুর,দেওগাঁও,লখীপুর গ্রামের জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার অন্যান্য রাস্তায় চলাচলকৃত অটো ভাড়ার তুলনায় ব্রুুজের বাজার হইতে দেওগাঁও রাস্তায় জনসাধারণকে বেশী ভাড়া গুনতে হয়। এছাড়াও যাত্রীদের সাথে চালকরা অশোভন আচরন করে। পাশাপাশি বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নির্ধারন সহ আবেদন বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগীরা দাবী করেন।
এসময় উপস্থিত ছিলেন জয়নগর গ্রাম নিবাসী উপজেলা মুক্তিযুদ্ধোদ্ধা সন্তান কমান্ডের সভাপতিএইচ এম এমদাদ নুরী,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অথি মিয়া, প্রমূখ।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত