আটপাড়ায় অবৈধ চায়না দুয়ারি জালের ছড়াছড়ি, নেই নিয়মিত অভিযান

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

ইকবাল ভূইয়া:
নেত্রকোণার আটপাড়া উপজেলায় অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল। প্রশাসনের নেই কোনো অভিযান। খুব সহজে বেশি মাছ ধরার এই ফাঁদ ব্যবহারে দিন দিন আগ্রহ বাড়ছে। অস্তিত্ব সংকটে দেশীয় প্রজাতির মাছ।

সরেজমিনে দেখা যায়, আটপাড়া উপজেলার মৎস্য অফিস থেকে মাত্র ০.৫ কি.মি দূরে অবস্থিত মগড়া নদীতে এবং বিভিন্ন ইউনিয়নের বিলের ছোট ছোট খাল ও জলাশয়ে এসব জাল দিয়ে অবাধে মাছ ধরছেন স্থানীয়রা। সব ধরনের দেশীয় প্রজাতির মাছ এ জালের ফাঁদে ধরা পড়ছে। পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে পানি বেড়ে যাওয়ায় এ জালের পরিমান বেশি দৃশ্যমান। দেশীয় প্রজাতির সব মাছ চায়না দুয়ারি নামক জালে নিধন হচ্ছে। এই জাল ব্যবহার করে কেউ কেউ প্রতিদিন প্রায় ৫-৭ হাজার টাকার মাছ শিকার করছে। অল্প শ্রমে বেশি মাছ লাভের আশায় নিষিদ্ধ জানার পরও অবাধে এই জাল ব্যবহার করছেন জেলেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলে জানান, এই জাল নিষিদ্ধ জানি। অন্যরা ব্যবহার করে তাই আমিও করি। এই জাল দিয়ে সব ধরনের মাছ উঠে এবং আমাদের লাভও বেশি হয়। তাই এখন সবাই চায়না বাইড় (চায়না দুয়ারি) জাল ব্যবহার করে।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল বাহার খান বলেন, অবাধে চায়না দুয়ারি এবং কারেন্ট জাল ব্যবহার করায় আমাদের দেশীয় প্রজাতির মাছগুলো অস্তিত্ব সংকটে পড়ছে। প্রশাসনের উচিত এই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়া।

আটপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানকে এই বিষয়ে অবহিত করা হলে তিনি জানান, আমরা খুব দ্রুত অভিযান পরিচালনা করব।
উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান জানান, আমরা আগষ্ট মাসে অভিযান চালিয়ে বেশ কিছু জাল জব্দ করি। আমরা আবারও খুব দ্রুত অভিযান পরিচালনা করব।