আটপাড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
আটপাড়া প্রতিনিধি:
 আজ মঙ্গলবার  (২৬ সেপ্টেম্বর) নেত্রকোণার আটপাড়ায় উপজেলা হল রুমে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাসুদ করিম ছিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: উত্তম কুমার পাল, শিক্ষা অফিসার পীযুষ কান্তি মজুমদার, আওয়ামী লীগ নেতা সুলতান উদ্দিন আহমদ, হাজী মোজাম্মেল হক, আবু নাসের তালুকদার মিলু, ইউ.পি চেয়ারম্যান মো: সাইদুল হক তালুকদার, মো: শাহজাহান কবীর, অখিল চন্দ্র দাস, মো: রোকন-উজ্জামান রোকন, মো: শাহজাহান, আটপাড়া থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস.আই উত্তম কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
সভাপতি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা উপজেলা বাসীর দাবীর প্রেক্ষিতে বলেন যে, উপজেলা প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় বাউন্ডারী দেয়াল নির্মাণে পথচারীদের জন দূর্ভোগ সৃষ্টি হয়েছে।
এছাড়া আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় গেইট দিয়ে উপজেলা তিনটি ইউনিয়নের রোগীরা যাতায়াত করে থাকে। হাসপাতালের দুই নম্বর গেইটটি স্থায়ী ভাবে বন্ধ করা হলে উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৩০ হাজার সেবা গ্রহিতার ভোগান্তির শিকার হবে বিধায় তা বন্ধ না করার ব্যাপারে তিনি বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে সভার সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম স্বাস্থ্য কর্মকর্তাকে সাংসদ মহোদয়ের সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য বলেন।