আটপাড়ায় আইভি রহমানের ১৯তম শাহাদাতবার্ষিকী পালিত
আটপাড়া প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ায় আইভি রহমানের ১৯ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে৷
এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসুচি পালন করে কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আইভী রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক, মাহফুজুল হক শিরীন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান নন্দন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খান (হীরা), উপ-প্রচার সম্পাদক হায়দার জাহান সাগর, যুব ও ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান কামাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আলী খান প্রমুখ।