আটপাড়ায় আওয়ামীলীগের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ইকবাল ভুঁইয়াঃ
নেত্রকোণার আটপাড়ায় আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫১ জনকে আসামী এবং ১শ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা রুজু হয়েছে।
থানা সুত্রে জানা যায়, ১৯ অক্টোবর (শনিবার) বিকালে উক্ত মামলাটি দায়ের করেন আটপাড়ার সুখারী ইউনিয়নের সৈয়দ মোস্তফা সাহেদ কামাল (সেলিম)।
মামলায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায়, ১১-১১-২০২১ সালে বিবাদীগণ এবং অজ্ঞাতনামা ১০০ জনকে সাথে নিয়ে অস্ত্রের মহড়া ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে হামলা, লুট, অগ্নিসংযোগ, মারধরের করে প্রায় ১১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। উক্ত অভিযোগে আটপাড়া থানায় ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪২/৪৩৬/৩৮০/৪২৭/৫০৬ ধারায় আটপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মামলার বাদী সৈয়দ মোস্তফা সাহেদ কামাল (সেলিম) প্রতিবেদককে বলেন, আটপাড়া কেন্দুয়ার সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অপু উকিলের ছত্রছায়ায় আসামীরা এই ঘটনা ঘটিয়েছে। আমি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোড় দাবি জানাই।
আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উক্ত মামলার (১০) নং আসামী ফেরদৌস রানা আঞ্জু বলেন, এই মামলা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাই।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি ২০২১ সালের। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।