আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসানকে বরণ ও বিদায়ী ইউএনও লিটুস লরেন্স চিরান কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান কে বরণ ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা পরিষদের হলরুমে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ খান, উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক।