আটপাড়ায় ইউএনও’র সাথে মুক্তিযুদ্ধো সন্তান সংসদের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৪

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোণার আটপাড়ায় ৫ই মার্চ মঙ্গলবার দুপুর ১টায় নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদুল হাসানকে ফুলের তোড়ো দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, আটপাড়া।

সাক্ষাতে সংগঠনের সাংগঠনিক বৃদ্ধিতে সহযোগীতার আশ্বাস দেন তিনি। পরে নির্বাহী অফিসার দীর্ঘক্ষন কুশল বিনিময় করেন তাদের সাথে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এইচ এম এমদাদ নুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য, আব্দুল আওয়াল, আব্দুল্লাহ আল মোমেন, মহব্বত মিয়া,মেনু মিয়া,মামুন তালুকদার, সুজন মিয়া, সদস্য, টিটু মিয়া, আরাফাত, আশরাফুল ইসলাম আবীর, সাংবাদিক, আশাদুজ্জামান টিপন, কামরুজ্জামান মিয়া প্রদীপ সহ সংগঠন মনা অন্যান্য ব্যক্তিবর্গ।