আটপাড়ায় ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

আটপাড়া প্রতিনিধি :
বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিনমাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নেত্রকোনার আটপাড়ায় ৪নং বানিয়াজান ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কি, উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ- প্রচার সম্পাদক ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এড এম. রাফিক বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন আলম সাকী, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান খান হীরা, উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল আলম খান লিটন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও উপজেলা
প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আমির খসরু স্বপনের সঞ্চালনা বক্তব্যে বানিয়াজান ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহজাহান কবীরের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক রিপন উপস্থিত ছিলেন।