আটপাড়ায় ইমাম ও উলামা পরিষদের মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

ইকবাল ভূইয়া:
নেত্রকোণার আটপাড়ায় উপজেলা ইমাম ও উলামা পরিষদের কাউন্সিলরদের মতবিনিময় সভা সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে।

গত৫ই আগষ্ট শনিবার ইটাখলা মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা মফিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান, সহসভাপতি মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা সৈয়দ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আল মামুন খান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মাজিদুর রহমান,জেলা প্রশাসক জামে মসজিদের খতিব মুফতি বোরহান উদ্দিন আব্বাস, মাওলানা নুরুল ইসলাম মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

এতে বিশেষ মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মদন উপজেলার ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন সাহেব।এছাড়াও আটপাড়া উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে কাউন্সিলর মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করা হয়।