আটপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত
ফয়সাল চৌধুরীঃ
ছাত্র জনতার গণবিপ্লব সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (P.R) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামি সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নেত্রকোনার আটপাড়ায় ইসলামি আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামি আন্দোলন আটপাড়া উপজেলা শাখা আয়োজনে সোমবার বিকালে আটপাড়া উপজেলা খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নূরুল ইসলাম হাকিমী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওয়ালী উল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট হাফেজ মুহাম্মদ এনামুল হক বেগ মুর্শেদ, কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলনা জাকির হোসেন সুলতান, হেফাজতে ইসলাম বাংলাদেশ আটপাড়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা আজিজুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ আটপাড়া উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল গফুর, ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাহাবুবুল হক সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আটপাড়া শাখার সভাপতি মাওলানা শহিদুল্লাহ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা হামিদুর রহমান।