আটপাড়ায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন এমপি অসীম কুমার উকিল
ইকবাল ভূঁইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় ৬ই নভেম্বর সোমবার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি অসীম কুমার উকিল।
উপজেলার শুনই ইউনিয়ন এর সাবানিয়া ফেরিঘাট সড়ক উন্নয়ন ১০৬০ মিটার ও উপজেলার আটপাড়া রাজাখালী খালের সংযোগ সড়ক হইতে ইটাখলা চকপাড়া খেয়াঘাট সড়ক প্রতিরক্ষামূলক কাজসমুহ বিসি ধারায় উন্নয়ন রাস্তা ১০০০মিটার দুটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন,তানিয়া নাজনীন চৌধুরীর রেখা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রচার সম্পাদক আরিফুজ্জামান খান টিটু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খান হীরা,সাবেক জেলা পরিষদ সদস্য সুমন খান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন উজ্জামান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস, সাংবাদিকবৃন্দ, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ প্রমখ।