আটপাড়ায় উপজেলা রাজস্ব সভা অনুষ্ঠিত
ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় ২৯শে আগস্ট সকাল ৯:৩০ ঘটিকায় উপজেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আটপাড়া মহোদয়ের কার্যালয়ে আগস্ট/২৩ মাসের এই সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার ও উপজেলা রাজস্ব সম্পর্কিত কমিটির সভাপতি মো শাকিল আহমেদ এঁর সভাপতিত্ব নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি সম্পত্তি রক্ষা, আশ্রয়ণ প্রকল্পের মনিটরিং, সায়রাতমহল ব্যবস্থাপনাসহ রাজস্ব সম্পর্কিত অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
আটপাড়ার ০৭টি ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এবং অন্যান্য কর্মচারীগণ উক্ত সভায় অংশগ্রহণ করেন। সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান।