আটপাড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
আটপাড়া প্রতিনিধি :
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উপলক্ষে আটপাড়া উপজেলা প্রশাসন আয়োজনে সেমিনার/আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে
এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নিপা, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কবীর, সুখারী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান, শুনই ইউনিয়নের রোকনউজ্জামান রোকন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।