আটপাড়ায় কলেজ ছাত্র মুন্না’র উপর হামলার প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

আটপাড়া প্রতিনিধি :
ময়মনসিংহ সরকারি কলেজ এ অধ্যায়নরত ২য় বর্ষের ছাত্র আটপাড়া উপজেলার মো. মুন্না হাসান প্রীতম এর উপর অনাকাঙ্কিত হমালার প্রতিবাদে দূর্বৃত্তদের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আটপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বন্ধুমহল, আটপাড়া, নেত্রকোণার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন হৃদয়, রিফাত হোসেন রাব্বি, লিমন মিয়া,মুসাব্বির হাসান নাঈম, আবু সাঈদ রিফাত, তারেক রহমান, নবি হাসান, রামিম শেখ, নাজিম উদ্দীন বিজয়, রবিন হাসান।

মানববন্ধনে তারা মুন্না হাসান প্রীতম এর উপর অনাকাঙ্কিত হমালার প্রতিবাদে দূর্বৃত্তদের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।