আটপাড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ইকবাল ভূঁইয়াঃ
নেত্রকোণার আটপাড়ায় এসএসসি দাখিল সমমান পরীক্ষার ২০২৩ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট শুক্রবার সকাল ১১ ঘটিকায় মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর গোলাম কবীর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিলে এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর শাহাদত হোসেন সিদ্দিকী।
উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ এঁর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ এঁর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ কৃতি শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৬ টি প্রতিষ্ঠানে পাওয়া জিপিএ ৫ পাওয়া ১০৩জন কৃতি শিক্ষার্থীর মাঝে রজনীগন্ধা স্টিক, বই ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।