আটপাড়ায় কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোণার আটপাড়ায় ২৫শে অক্টোবর সোমবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রনোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে ২০২৩-২০২৪ অর্থ বছরে ২৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ২৬০০ জনের মাঝে সরিষা ও বাকী ৫০কৃষকের মাঝে গম, ভুট্টা, চীনাবাদাম, শীতকালীন পিঁয়াজ, সূর্যমূখী, ডাল চাষের জন্য প্রতি কৃষকের মধ্যে ১০ কেজি ডিএপি, ১০ কেজি টিএসপি ও ১ প্যকেট বীজ বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো শাকিল আহমেদ, সহকারী কমিশনার ভূমি মো মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, কৃষি অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক ও উপকার ভোগী কৃষকগন।

উপজেলা চত্বর থেকে সকাল ১১টায় এই বিতরন পর্বের উদ্ভোধন অনুষ্ঠিত হয়।