আটপাড়ায় খেলাফত মজলিসের কার্যকরী কমিটি গঠন
আটপাড়া প্রতিনিধি : বাংলাদেশ খেলাফতে মজলিস আটপাড়া উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ জোহর গোয়াতলা দারুচ্ছালাম হাফিজিয়া মাদ্রাসায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসাবে মাওলানা আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহাদী হাসান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মওলানা সোহাইল এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে মাওলানা বুরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন।
নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান বলেন ’আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে খেলাফত মজলিস যথাযথ ভূমিকা পালন করবে।