আটপাড়ায় জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী পালিত
আটপাড়া প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণীসহ নানা আয়োজনে সারা দেশের ন্যায় নেত্রকোনার আটপাড়ায় বঙ্গবন্ধু’র ১০৪ তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নীপা, অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, বানিয়াজান চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, উপজেলা যুবলীগের সভাপতি মো: নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ খান, দুওজ ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার, তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র দাশ, লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কবীর, শুনই ইউনিয়নের চেয়ারম্যান রোকন উজ্জামান রোকন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচীর মাধ্যমে দিবসটির উদযাপন করে ।
এ উপলক্ষে সকাল ৯টায়, অস্থসদলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বানিয়াজান সদর ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠন উপস্থিত ছিলেন।