আটপাড়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান
ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় ২৩শে অক্টোবর সোমবার জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ উদযাপিত হয়েছে। ইঁদুরের দিন শেষ, গড়বো এবার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে র্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মো শাকিল আহমেদ।
কৃষি সম্পসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা এঁর সভাপতিত্বে এ সময় ডিসপ্লেতে প্রদর্শন ও ইদুঁর ধারায় কৃষকের ক্ষতি ও নিধনে বিভিন্ন কৌশল নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, অফিসের কর্মকর্তাসহ কর্মচার্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কৃষকবৃন্দ প্রমূখ।