আটপাড়ায় জাতীয় জেল হত্যা দিবস পালিত

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩

ফয়সাল চৌধুরীঃ
গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সারা দেশের মতো নেত্রকোণার আটপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জেলহত্যা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৩রা নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আটপাড়া উপজেলা শাখা এই দিবসটির আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।