আটপাড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
আটপাড়া প্রতিনিধিঃ “স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়ায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম। সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, পরিসংখ্যানবিদ পলাশ কুমার রায়, পরিসংখ্যন তদন্তকারী ফয়সল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুল ইসলাম, দুওজ ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার,স্বরমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কবীর, সুখারী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান, শুনই ইউনিয়নের চেয়ারম্যান রোকনুজ্জামান খান রোকন, তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র দাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমূখ।