ইকবাল ভূঁইয়া:
নেত্রকোনার আটপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আটপাড়ার উদ্যোগে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ২৫ শে জুলাই মঙ্গলবার ”নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন করেন কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, স্থানীয় সরকার প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্যজীবী বৃন্দ প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রজব আলী।