আটপাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ
আটপাড়া প্রতিনিধি :
নানা আয়োজনে নেত্রকোনার আটপাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’, এ প্রতিপাদ্যে শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, আটপাড়া, নেত্রকোনা আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক
এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোমিন আলী মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল আলম, বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফায়েত সিদ্দিকী, সান যুব সংঘের সাধারণ সম্পাদক মো. নূরন্নবী, (নূরু), উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার, মোস্তাফিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
পরে যুবদের শপথ পাঠ করানো, প্রশিক্ষণার্থী যুবদের মাঝে সনদপত্র বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়।