ইকবাল ভূইয়া :
নেত্রকোণার আটপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কৃষি মেলায়
প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
পরে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলা প্রাঙ্গণে এসে মিলিত শেষ হয় ।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ
কর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা।
তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। মেলায় ১৫০ জন আশ্রায়ণ প্রকল্পের কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।
কৃষিমেলা আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে। কৃষি মেলায় কৃষকদের মধ্যে কুইজ এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ।