আটপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৪

ফয়সাল চৌধুরীঃ
“দূর্নীতি রুখবো, স্মার্ট বাংলাদেশ গড়বো, এই প্রতিপাদ্যে নিয়ে নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের হলরুমে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ
কমিটি আয়োজনে অভাব নয়, সীমাহিন লোভই, দূর্নীতি বিস্তারের প্রধান কারণ এই বিষয়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কার্যালয়ের সম্বনিত উপসহকারী পরিচালক রেজওয়ান আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ফারহানা আক্তার মরিয়ম, পরে বিজয়ী ও রানার্সআপ দল ও শ্রেষ্ঠ বক্তার মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।