আটপাড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ইকবাল ভূইয়াঃ
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো’ স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় আটপাড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ ইং নানান আয়োজনে পালিত হয়েছে।
উপজেলা চত্বরে দিবসটি উপলক্ষে এক র্যালী ও পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্য্যালয়ের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াসমিন নিপা এঁর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা এস এম মেশকাতুর ইসলাম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন লুনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কবীর, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।