আটপাড়ায় দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দূর্নীতি দমন কমিশন ও আটপাড়া দূর্নীতি প্রতিরোধ কমিটি নেত্রকোনা আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিল “দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুখ্য” ও “অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।”

প্রতিযোগিতায় বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয় এবং তেলিগাতী বিএনএইচ কে একাডেমির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতায় দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও তেলিগাতী বিএনএইচ কে একাডেমি রানার্স আপ হয় ।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, দূর্নীতি দমন কমিশন সমন্বিত ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রেজওয়ান আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান।

আটপাড়া দূর্নীতি বিরোধী কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমির খসরু স্বপন, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, মডারেটর হিসাবে দ্বায়িত্ব পালন করেন আটপাড়া ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক সবুজ মিয়া, আটপাড়া ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল ওয়াহিদ বেগ, বিচারক হিসাবে দ্বায়িত্ব পালন করেন মঙ্গল সিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া কবীর, ইকোরাটিয়া আব্দুল আজিজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল আলম, বাউসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন মুহাম্মদ প্রমুখ।