আটপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হলো বিদ্যার দেবী স্বরস্বতী পূজা
ফয়সাল চৌধুরীঃ
বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার আটপাড়ায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজা।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে উপজেলায় বানিয়াজান কেন্দ্রীয় মন্দিরে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা।
মণ্ডপে চলে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।
পূজামণ্ডপের বাণী অর্চনায় সমবেত হয়েছেন নানা সাজে সজ্জিত নারী, পুরুষ ও শিশুরা। এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি
অর্ণব চৌধুরী সহ অন্যান্যরা।