আটপাড়ায় নিহত নুরুল আমিনের পরিবারের পাশে নবনির্বাচিত এমপি পিন্টু 

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪

ইকবাল ভূইয়াঃ
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নেত্রকোনার আটপাড়ায় লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁ গ্রামে বিজয়ী সমর্থকদের আনন্দ মিছিলে হামলায় নিহত নূরুল আমিনের (১৭) পরিবারকে সান্তনা দিতে নূরুল আমিনের নিজ বাড়ি দেওগাঁ উপস্থিত হোন নব-নির্বাচিত সংসদ সদস্য ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি।

৯ই জানয়ারী তিনি পরিবারসহ এলাকার মানুষ এমপি কে পাশে পেয়ে পরিবারের সদস্য ও এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র আয় উপার্জনকারী নূরুল আমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ সময় নিহত নূরুল আমিনের শোকসন্তপ্ত পরিবারকে সমাবেদনা জানান এবং ঘটনায় জড়িত ষড়যন্ত্রকারী ও হত্যাকারী ও খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কেশব রঞ্জন সরকার, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,  সাবেক ইউপি চেয়ারম্যান সালমা ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন ছানো, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম উদ্দিন খান জীবন, মহিবুজ্জামান খান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক বি এম রেজাউল হাবিব কামাল, জেলা আওয়ামী লীগের সদস্য আবু রেজা মাহবুব টিপু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান নন্দন, জাহাঙ্গীর হাসান, যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ অংগ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে এমপি ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন স্থানে আহতদের দেখতে যান।