ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় ২৯শে অক্টোবর রবিবার সারা দেশের ন্যায় ডেঙ্গু সহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার বিভিন্ন স্থানে মশার ঔষধ দিয়ে মেশিনে স্প্রে করে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক আরিফুজ্জামান খান টিটুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটবৃন্দ, সেচ্চাসেকলীগ নেতা জিয়াউল হক চৌধুরী, যুবনেতা আসাদুজ্জামান আসাদ,ছাত্রনেতা আলী খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরীসহ সাংবাদিকবৃন্দ প্রমূখ।উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯শে অক্টোবর হতে আগামী ৪ই নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত