আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪

আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোনা জেলার আটপাড়ায় পানিতে ডুবে রাফিন
নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল ৫ টায় উপজেলার
দেওগাঁ -গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিন দেওগাঁ-গোবিন্দপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে শিশু
রাফিন খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাফিন কে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার খবর আমরা পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।