আটপাড়ায় পৃথক সংঘর্ষে আহত-৩

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

ইকবাল ভুঁইয়াঃ
নেত্রকোণার আটপাড়ায় পৃথক দুটি সংঘর্ষ ও হামলায় ৩ জন আহত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) রাতে উক্ত ঘটনা দুটি ঘটে। বর্তমানে আহতরা আটপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আছে।

জানা যায়, শুক্রবার রাত আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের রবিয়াগাতী গ্রামের শিপন মিয়ার ছেলে রিফাত মিয়া (২৫)এবং একই গ্রামের রুকন মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৪)র মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সোহাগ মিয়া তার বন্ধু রিফাত মিয়ার গালে কামড় দেয়। গালে কামড়ে অনেকটুকু অংশ কেটে গিয়ে রক্ত পড়া শুরু করলে আশেপাশের লোকজন রিফাত মিয়াকে আটপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে রিফাত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আছে।

অপর দিকে, পারিবারিক জমি সংক্রান্ত কলহে আটপাড়ার গোয়াতলা গ্রামের আলী আকবরের ছেলে শফিক (২৮), বানিয়াজান গ্রামের মরহুম খোরশেদ আলীর দুই পুত্র আরিফ (২৫) এবং তারই সহোদর শরীফ (২৮) কে কুপিয়ে জখম করেছে। শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে গোয়াতলা গ্রামের লাঙ্গলীয়া ব্রীজের নিকট ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আটপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, উক্ত দুটি ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযত ব্যবস্থা গ্রহণ করব।