আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

আটপাড়া প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় আটপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চার প্রতিবন্ধীর মাঝে
এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নীপা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসকাতুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান বলেন বাংলাদেশের প্রশাসন মানব সেবায় সর্বক্ষণ, সুশীলা রানী দাসের কান্না যেন থামছিলোই না। একটি হুইল চেয়ারের অভাবে তার চলাফেরা একদম বন্ধ হয়ে গিয়েছিলো, প্রয়োজন ছিলো একটি হুইল চেয়ারের।

এছাড়াও কিছুদিন পূর্বে বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করা হয় যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হুইল চেয়ারের অভাবে খুব কষ্টের মধ্যে রয়েছে। এর প্রেক্ষিতে উদ্যোগ নেয়া হয় এবং মঙ্গলবার বিকালে ৩জন শিশু ও সুশীলা রানী দাসকে হুইল চেয়ার প্রদান করা হয়।