আটপাড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোণার আটপাড়ায় বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন খান এঁর বিদায় উপলক্ষে বিদ্যালয়ের উদ্দ্যোগে এক বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪শে ডিসেম্বর মঙ্গলবার বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলুফার নাসরিন এঁর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাফায়েত হোসেন সিদ্দিকী তপন, শ্যামল চন্দ্র সাহা, নাদিরা আক্তার, আবু বক্কর সিদ্দিক, কামরুন্নাহার, আব্দুস সালাম, দিপালী রানী তালুকদার, মুোস্তাফিজুর রহমান সন্জু, শফিকুর রহমান শফিক, দিলপিয়ারা খানম, মোস্তাফিজুর রহমান মোস্তকিম, সাখাওয়াত হোসেনসহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ।

মোঃ কামাল উদ্দিন খান অত্র বিদ্যালয় হতে ১৯৮৩ সালে এস এস সি পাশ করেন, পরে ‘৯০ সনে ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে কর্ম জীবন শুরু করেন। এর পর আটপাড়া উপজেলার ‘৯৫ সনে দেওগাঁও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, ২০১৬ সনে শহীদ স্বরনিকা বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে পরবর্তীতে নিজে অধ্যায়ন করা বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ২০১১ সালে।

বিদায়ী অনুষ্ঠানে দীর্ঘ সময় প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন খান এঁর কর্মময়  জীবনের  উপর উপস্থিত শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান শুরুতে ছাত্র ছাত্রীরা ফুলের পাপড়ি ছিঠিয়ে বিদায়ী প্রধান শিক্ষককে বরণ করে।

বিদায়ী অনুষ্ঠানে আলোচনায় শিক্ষক ছাত্রছাত্রীদের ভক্তব্যে যেন এক আবেগ আপ্লুত পরিবেশের সৃষ্টি হয় প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন খান এঁর অবসরে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত হন সহকারী প্রধান শিক্ষক নিলুুফার নাসরিন।